Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩১

লেবাননে শত শত পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং দুই হাজার ৮০০ মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবারের (১৭ সেপ্টেম্বর) এ ঘটনার জন্যে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ ইসরাইলকে দায়ী করেছে। তবে ইসরাইল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

পেজার এক ধরনের ছোট যন্ত্র। এটি সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আট বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। আহত হয়েছে দুই হাজার ৮০০ জন। এদের মধ্যে ২০০ জনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের বেশির ভাগই মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন।

নিহতদের মধ্যে হিজবুল্লাহর আইনপ্রণেতা আলী আম্মারের ছেলে রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে গ্রুপটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

এদিকে ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, পেজার বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও রয়েছেন।

এক বিবৃতিতে হিজবুল্লাহ এসব বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে। সংগঠনটি বলেছে, এ জন্য ইসরাইলকে ন্যায্য শাস্তি পেতে হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, পেজার বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এ ঘটনার জন্য কারা দায়ী, সেটাও তারা জানেন না।

সারাবাংলা/ইআ

পেজার বিস্ফোরণ লেবানন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর