Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৭

ঢাকা: দুই দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ঊর্ধ্বতন অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। এরপর থেকে ব্যাংকটি বাংলাদেশে প্রায় ৪৪ বিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দেয়, যার বেশিরভাগই অনুদান বা ছাড়।

এ ছাড়াও বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে বাংলাদেশে বড়ধরনের কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

সারাবাংলা/জেজে/পিটিএম

টপ নিউজ দক্ষিণ এশিয়া বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর