Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার আন্দোলনে হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৬

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার অভিযোগে মো. সাদ্দাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতার মো. সাদ্দামের (৪০) বাড়ি ভোলা জেলায়। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন। বাকলিয়া এলাকায় যুবলীগ নেতা হিসেবে তার পরিচিতি আছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে হামলার শিকার মো. ইব্রাহিম (১৯) নামের এক তরুণের দায়ের করা মামলার আসামি সাদ্দাম।

তরুণের অভিযোগ, গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আমতল মোড়ে অপর্ণাচরণ স্কুলের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ইব্রাহিমকে সাদ্দামসহ আরও ২৫–৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী মিলে এলোপাতাড়ি মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে কয়েকজন শিক্ষার্থীও মারধরের শিকার হন।

ঘটনার একমাস পর গত ৫ সেপ্টেম্বর ইব্রাহিম নগরীর কোতোয়ালী থানায় সাদ্দামসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর