টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩১
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক এক সিরিজ জিতে দারুণ উজ্জীবিত বাংলাদেশ। পাকিস্তানের পর এবার বাংলাদেশের মিশন ভারতের বিপক্ষে সিরিজ। চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত। প্রথম টেস্টে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চেন্নাইয়ের লাল মাটির পিচ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল নানা আলোচনা। এই পিচ পেসারদের বাড়তি সুবিধা দেবে বলেই শোনা যাচ্ছিল। দুই দলে তাই রয়েছে পেসারদের আধিপত্য। বাংলাদেশ ও ভারত দুই পক্ষই নামছে ৩ পেসার নিয়ে। দুই দলেই রয়েছে দুজন স্পিনার।
বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াসাভি জসওয়াল, শুভমান গিল, কে এল রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ট, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ।
সারাবাংলা/এফএম