দুবাইগামী যাত্রীকে নামানো হলো বিমান থেকে, মিলল বিদেশি মুদ্রা
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫
চট্টগ্রাম ব্যুরো: প্রায় আড়াই কোটি টাকার সমমানের বিদেশি মুদ্রা নিয়ে দুবাই যাবার পথে চট্টগ্রামে এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করা ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়েছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ওই যাত্রী আটক হয়েছেন।
আটক মো. জাকির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বাসা ঢাকার বংশালে।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলার দুবাইগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রামে অবতরণ করে, যার মধ্যে যাত্রী জাকির হোসেনও ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা ওই বিমানে উঠে জাকিরকে নামিয়ে আনেন।
পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারাসহ জাকিরকে তল্লাশি করে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করেন। এর মধ্যে আছে, সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়েল ও ৪৬ হাজার ইউএই দিরহাম।
প্রতি সৌদি রিয়েল ও দিরহাম ৩০ টাকা হিসেবে জব্দ বিদেশি মুদ্রার পরিমাণ বাংলাদেশি টাকায় দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা বলে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন।
আটক জাকিরের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মানিলন্ডারিং আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/আরডি/ইআ