Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার পতনের পর থানায় আগুন: যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২০

চট্টগ্রাম ব্যুরো : ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় হামলা ও আগুন দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার মাসুদ করিম (৩৭) নগরীর দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়া এলাকার বাসিন্দা।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, গত ৫ আগস্ট পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অন্যতম ইন্ধনদাতা হিসেবে মাসুদের জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চাঁদাবাজি, জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগ আছে। সৈকতে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি, শ্রমিকদের মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগও আছে তার বিরুদ্ধে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানায় অগ্নিসংযোগ করা হয়। এসব থানার অস্ত্রাগার ও মালখানায় লুটপাট চালানো হয়।

পতেঙ্গা থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ আগস্ট অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ। ওই মামলায় মাসুদকে গ্রেফতার দেখানো হয়েছে বলে ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর