Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাত্তরের ‘যুদ্ধ প্রতিবেদক’ আবুল মঞ্জুর আর নেই

সারাবাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৭

চট্টগ্রাম ব্যুরো : মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে যুদ্ধ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করা আবুল মঞ্জুর আর নেই।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আবুল মঞ্জুরের ভাই কবি ও সাংবাদিক আবুল মোমেন এ খবর জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮৪ বছর বয়সী আবুল মঞ্জুর স্ত্রী, মেয়ে, জামাতাসহ অনেক স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা বনানী সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক প্রয়াত আবুল মঞ্জুর সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রয়াত আবুল ফজলের দ্বিতীয় পুত্র। চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষে ষাটের দশকে তৎকালীন রেডিও পাকিস্তানে অনুষ্ঠান প্রযোজক হিসেবে তিনি যোগ দেন। পরে তিনি দৈনিক পূর্বদেশে কাজ করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র ও প্রবাসী সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে যুদ্ধ প্রতিবেদক (ওয়ার করেসপন্ডেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি তথ্যচিত্র নির্মাণ শুরু করেন। এরপর তিনি ব্যবসায় যুক্ত হন।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর