Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুন শেষে বৈদেশিক ঋণ ১২ লাখ ৪৫ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৪

ঢাকা: চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৭৯ বিলিয়ন (১০ হাজার ৩৭৯ কোটি) ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ১২ লাখ ৪৫ হাজার ৪৭৮ কোটি টাকা।

২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের আগে ২০০৮ সাল শেষে সরকারের বিদেশি ঋণ ছিল ৫০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। ১৫ বছর ৮ মাসের ব্যবধানে বিদেশি ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে। বিগত ১৬ বছরে বিদেশি ঋণ বেড়েছে ৫৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ লাখ ৪১ হাজার ৪০ কোটি টাকা। আর স্বাধীনতার প্রথম ৩৬ বছরে বৈদেশিক ঋণ ছিল মাত্র ৬ লাখ ৪ হাজার ৪৩৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বিদেশি ঋণ সরকারি-বেসরকারি উভয় খাত থেকেই নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি খাতের বিদেশি ঋণের মধ্যে সরকারের নিজস্ব, কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকাররের বিভিন্ন সংস্থার ঋণ রয়েছে।

এর মধ্যে ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ ১০৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার ঋণ। এর মধ্যে ৮৩ দশমিক ২১ বিলিয়ন (৯ লাখ ৯৮ হাজার ৫৮০ কোটি টাকা) সরকারের নেওয়া। বাকি ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বেসরকারি খাতে। বেশি হারে সুদ ও কঠিন শর্তে নেওয়া এসব ঋণ সরকারি সংস্থাগুলোর দেওয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে। এতে চাপে পড়ছে মানুষ।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ বাংলাদেশ ব্যাংক বৈদেশি ঋণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর