Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির নতুন রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন

জবি করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৬

অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এ ছাড়া দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী কার্যভার ভাতা ও পদের অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞাপন

এর আগে ১৪ আগস্ট ডেপুটি রেজিস্ট্রার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল।

সারাবাংলা/টিআর

অধ্যাপক গিয়াস উদ্দিন অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেখ গিয়াস উদ্দিন