Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত তাসকিন-হাসানে ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫

প্রথম দিনের শেষ সেশনে অশ্বিন-জাদেজার দুর্দান্ত এক জুটিতে বাংলাদেশকে বেশ চাপেই ফেলেছিল ভারত। দ্বিতীয় দিনে বড় স্কোরের লক্ষ্য নিয়ে মাঠে নামা ভারতকে খুব বেশি রান যোগ করতে দেয়নি বাংলাদেশ। তাসকিন আহমেদের গতির ঝড়ে প্রথম সেশনের মাঝপথেই ৩৭৬ রানে গুটিয়ে গেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভারতের বিপক্ষেও এবার ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ।

দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে প্রথম আঘাত আনেন তাসকিন। ৮৬ রান করা জাদেজাকে ফেরান তিনি। লিটনের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফেরেন জাদেজা। আকাশদীপ ক্রিজে নেমে বেশ কয়েকটি চার মেরেছেন। তবে তার ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭ রান করা আকাশ ফেরেন তাসকিনের বলেই।

বিজ্ঞাপন

গতদিন সেঞ্চুরি পাওয়া অশ্বিনও আজ বেশি রান যোগ করতে পারেননি, তিনিও ফিরেছেন তাসকিনের দারুণ এক ডেলিভারিতে। শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে অশ্বিন করেছেন ১১৩ রান। ভারতের ইনিংসের শেষ উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ। ৭ রানে বুমরাহকে ফিরিয়ে পরপর দুই টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন হাসান। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট পেলেন তিনি।

৮৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান। ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর