৫ উইকেট শিকারে হাসানের নতুন রেকর্ড
২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২
পাকিস্তানের বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়েছিলেন তিনি। হাসান মাহমুদ তার স্বপ্নযাত্রা বজায় রাখলেন ভারতের বিপক্ষে সিরিজেও। চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ফাইফার পেলেন এই বাংলাদেশি পেসার। আর এতেই নতুন রেকর্ড গড়লেন তিনি। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিলেন হাসান।
চেন্নাইতে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই দুর্দান্ত বোলিং করেছিলেন হাসান। ভারতের প্রথম তিন উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে রীতিমত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। রোহিত, গিল, কোহলি; তিনজনই ফিরেছেন হাসানের বলে। গতকাল লাঞ্চের পর পান্টের উইকেটও পান হাসান। শেষ সেশনে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি।
দ্বিতীয় দিনে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ঘণ্টায় তিন উইকেট হারায় ভারত। ভারতের শেষ উইকেট তুলে নিয়েছেন সেই হাসানই। বুমরাহকে ফিরিয়ে সব মিলিয়ে এই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। ভারতের মাটিতে বাংলাদেশি বোলারদের ৫ উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম।
ব্যাক টু ব্যাক টেস্টে বাংলাদেশি বোলারের ফাইফার পাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। হাসান-তাসকিনের বোলিং তোপেই ৩৭৬ রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস।
সারাবাংলা/এফএম