Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৫

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহতরা হলেন-জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল চাকমা (৩০)।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিপল বাপ্পি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন ১৫ জন। এর মধ্যে তিনজন মারা যান। মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে।

খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার জেরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও রাতে দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকালে দীঘিনালা লারমা স্কয়ারে যান জেলা প্রশাসক,পুলিশ সুপার ও দীঘিনালা জোন অধিনায়ক। এসময় ক্ষতিগ্রস্ত ১০২ দোকানপাট পরিদর্শন করেন তারা। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

এসময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি বলেন, ঘটনার যাতে পুনারাবৃত্তি না ঘটে সেজন্য পাহাড়ি বাঙালি উভয়কে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করছি। গতকালের ঘটনায় অন্তত ১০২টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর