Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টার্ফের দখল নিয়ে সংঘর্ষ, ‘যুবদল কর্মী’ নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দু’পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। একটি কৃত্রিম টার্ফ (খেলার মাঠ) নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষে জড়িতরা চট্টগ্রাম মহানগর যুবদলের দুই নেতার অনুসারী বলে জানা গেছে। তবে পুলিশ রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জুবায়ের উদ্দীন বাবু (২৫) নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি যুবদল কর্মী হিসেবে পরিচিত।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. ফয়সাল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘টার্ফে ফুটবল খেলার উদ্বোধন ছিল৷ সেখানে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘাত হয়। ছুরিকাঘাতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’

স্থানীয় সূত্র জানায়, কৃত্রিম টার্ফটি ঘন্টা হিসেবে ফুটবল খেলার জন্য ভাড়া দেয়া হয়। সেটার দখল নিয়ে নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক মো. আমিনের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে উপ পুলিশ কমিশনার ফয়সাল বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হইনি। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সারাবাংলাকে বলেন, ‘রাজনৈতিক বিরোধের জেরে কোনো ঘটনা ঘটেনি। পাড়া কিংবা এলাকাগত বিরোধ থেকে হতে পারে। এটাকে রাজনৈতিক রঙ দেয়া সমীচীন হবে না৷ যিনি মারা গেছেন, সংগঠনে তার কোনো পদ-পদবি নেই।’

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর