Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানদের ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২০

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পেয়েছিলেন তারা। শারজাহতে সিরিজের দ্বিতীয় ম্যাচে গুরবাজের দুর্দান্ত এক সেঞ্চুরি ও রশিদ খানের ৫ উইকেটের সুবাদে প্রোটিয়াদের ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল আফগানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই আফগানদের প্রথম সিরিজ জয়।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। উদ্বোধনী জুটিতে রহমানুল্লাহ গুরবাজের অনবদ্য এক ইনিংসের সুবাদেই দুর্দান্ত সূচনা পায় আফগানরা। রিয়াজকে নিয়ে ৮৮ রানের ওপেনিং জুটি গড়ে বড় স্কোরের ভিত গড়ে দেন গুরবাজ। রিয়াজ ফিরলেও ক্রিজে অবিচল ছিলেন গুরবাজ।

বিজ্ঞাপন

২য় উইকেটে রহমতের সাথে ১০১ রানের জুটি গড়ার সময় গুরবাজ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি। আফগানদের হয়ে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ সেঞ্চুরি। ১০ চার ও ৩ ছক্কায় সাজানো গুরবাজের ইনিংস শেষ হয় ১০৫ রানে। ইনিংসের শেষভাগে আজমতউল্লাহর ৫০ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৩০০ পেরোয় দলের স্কোর। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৪ উইকেটে ৩১১ রান তোলে আফগানিস্তান।

জবাবে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৭৩ রান তুলে ভালো এক লড়াইয়ের আভাস দিচ্ছেন দুই আফ্রিকান ওপেনার বাভুমা ও জর্জি। তবে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করা বাভুমা ফেরার পর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফ্রিকার ব্যাটিং লাইনআপ। রশিদ-খারোটের বোলিং তোপে টিকতেই পারেননি বাকি প্রোটিয়া ব্যাটাররা।

১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রশিদ খান। ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন খারোটে। মাত্র ৪ জন আফ্রিকান ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংক। ৩৫ ওভারের মাঝেই মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৭৭ রানের বিশাল জয় পায় আফগানরা। এটি ওয়ানডেতে তাদের সবচেয়ে বড় জয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর