Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯২ লাখ টাকা চাঁদা দাবি; গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৮

ঢাকা: রাজধানীর সাতরাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. সিরাজ তালুকদার, মো. জাহাঙ্গীর ও শামীম হাসান।

পুলিশ জানায়, ভিকটিমের ছেলেকে উচ্চ শিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে গ্রেফতার আসামি সিরাজ তালুকদার প্রথমে ১৬ লাখ পরে আরও ১০ লাখ টাকা নেন। এক পর্যায়ে তার কাছে সেই টাকা ফেরত চাইতে গেলে উল্টো তিনি ৯২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা দিতে অস্বীকার করলে তাকে বাড়ি লিখে দিতে বলেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত আরও কয়েকজন ভিকটিমের স্বামীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টার সময় সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় সাতরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ ঘটনায় তেজগাঁও থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/ইউজে/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর