Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে ৭২ ঘণ্টার সড়ক-নৌপথ অবরোধ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৪

খাগড়াছড়ি: খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়িদের ওপর হামলা, হত্যা, বিহার-ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে কোনো যানবাহন ছাড়েনি।

সড়ক ও নৌপথ অবরোধ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা যানবাহন বন্ধের কর্মসূচিতে জেরার সবকটি সড়ক ও নৌ পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের ভেতরেও কোনো যানবাহন চলাচল করছে না। ফলে শহরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে।

সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয় ঢাকায় পাহাড়িদের একটি সমাবেশ থেকে। আর বিবৃতি দিয়ে তাতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

অবরোধের কারণে এ রির্পোট লেখা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/ইআ

অবরোধ খাগড়াছড়ি রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর