Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের বিপক্ষে ম্যাচ বয়কট বাংলাদেশি গ্র্যান্ডমাস্টারের

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৪

দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে আজ মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও ইসরাইলের। তবে এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীব। ফিলিস্তিনের উপর চলমান ইসরাইলির হামলার প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাজীব জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী নন তিনি, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড, ২০২৪ এর হাঙ্গেরি অলিম্পিয়াডে অংশ নিতে পারেননি রাশিয়া, বেলারুশের দাবাড়ু দল। তাহলে বর্তমান পরিস্থিতিতে কীভাবে এই টুর্নামেন্টে ইসরাইল অংশ নেয়? তাদের সাথে বাংলাদেশের খেলা পড়েছে। আমি বয়কট করলাম।’

বিজ্ঞাপন

এদিকে শোনা যাচ্ছে, বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদও বয়কট করতে পারেন ইসরাইলের বিপক্ষে ম্যাচ। পুরুষ বিভাগে ৯ রাউন্ড শেষে ১০ ম্যাচ পয়েন্ট নিয়ে টেবিলের ৭৫তম স্থানে আছে বাংলাদেশ। নারী বিভাগে ১১ ম্যাচ শেষে বাংলাদেশ আছে ৪৩তম স্থানে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর