Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষ আ.লীগকে বিদায় করেছে, এ সরকারকেও সতর্ক হতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫১

ঢাকা: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। তাই মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। অন্তর্বর্তী সরকার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে, এই বিশ্বাস তারা (জনগণ) করে। শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীও এটা বিশ্বাস করে। এই জন্যে সরকারকে সতর্ক হতে হবে, নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল।

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিজম ধ্বংস হয়ে গেছে, এটা মনে করা যাবে না। তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ ও অস্ত্র আছে। একটি বড় দেশ তাদের সমর্থন করছে। সুতরাং, আওয়ামী লীগকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।’

আওয়ামী লীগকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে হুঁশিয়ারি করব- বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। দেশবাসী যদি একবার ঘুরে দাঁড়ায়, তাহলে কী হয়, সেটা দেড় মাস আগে দেখেছেন। এ দেশের মানুষ যেমন নরম তেমন গরম।’

দুদু বলেন, ‘আওয়ামী লীগ সরকার তাদের নেতা-কর্মীদের কাছে লাখ লাখ অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র বর্তমান অন্তর্বর্তী সরকারের হেফাজতে নিতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের ওপরে। অনেকেই বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ৫ আগস্ট। আওয়ামী লীগ সরকার এতটাই নির্মম ছিল যে, মানুষ স্বাধীনতাটা ভুলে গিয়েছিল, মানুষের কোনো অধিকার ছিল না। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে সে অধিকার হারিয়ে ফেলেছিল। এই আওয়ামী লীগ সীমাহীন লুটপাট করেছে। একটা দলের নেতা-কর্মী, দলীয় প্রধানের পরিবার দেশের প্রতিটি সেক্টর থেকে লুটপাট করে বিদেশে অর্থপাচার করেছে— এটা ভাবা যায়?’

বিজ্ঞাপন

দুদু বলেন, ‘বিএনপি ও দেশবাসীর প্রত্যাশা, এই সরকার একটি ভালো নির্বাচন দেবে। একটি ভালো নির্বাচনের জন্য, দেশবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আগাগোড়া এই সরকারের সাথে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সরকারকে সমর্থন জানিয়েছেন যাতে এই সরকার নির্বিঘ্নে কাজ করতে পারে, ভালো নির্বাচন দিতে পারে।’

তিনি, ‘অন্তর্বর্তী সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগে দেশবাসী সরকারের সাথে থাকবে এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।’

দুদু বলেন, ‘দেশের পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি বায়তুল মোকাররমের যে ঘটনা ঘটেছে, এটা খুবই নিন্দনীয়। সেজন্যে এই সরকারকে সতর্ক থাকতে হবে।’

সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, ড. খন্দকার মারুফ হোসেন, মাইনুল ইসলাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রদান, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, কৃষকদল নেতা সাদি, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর