Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৭

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট ডাকার ৩৬ ঘণ্টা পর প্রশাসনের ‘আশ্বাসে’ প্রত্যাহার করেছে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভায় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহণ মালিক-শ্রমিকরা এ সিদ্ধান্ত নেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. এরশাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ মিজানুর রহমান বাবুসহ বাস-ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পরিবহণ মালিক-শ্রমিকরা হামলায় আহত শ্রমিক ও যানবাহনের ক্ষতিপূরণসহ অন্যান্য দাবি তুলে ধরেন। তাদের সেই সহায়তার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

সভায় জেলা প্রশাসক বলেন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিকরা যারা আহত হয়েছেন, তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাস-ট্রাকসহ যে সব পরিবহণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিষয়ে মন্ত্রণালয়ে সহযোগিতা চাওয়া হবে।

সারাবাংলা/টিআর

পরিবহন ধর্মঘট রাঙ্গামাটি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর