Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৬

রোববার পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে পরিতল্পনা কমিশনে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন সুইস রাষ্ট্রদূত। ছবি: পিআইডি

ঢাকা: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি।

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন করিন হেনচজ পিগনানি এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতে সুইস রাষ্ট্রদূত মানবাধিকার, শ্রম আইন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ইস্যুতে তাদের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। অর্থনৈতিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করতে তিনি আগ্রহের কথা জানান। বিশেষ করে ইনস্যুরেন্স খাতে দুই দেশের একযোগে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সুইস রাষ্ট্রদূতকে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান।

উপদেষ্টা বলেন, উৎপাদনশীলতা বাড়াতে ও বিশ্ব বাজারে প্রতিযোগিতার জন্য সক্ষমতা বাড়াতে আমাদের কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। সুইজারল্যান্ড এ ব্যাপারে সহযোগিতা করতে পারে। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ট্যারিফ কমানোর আহ্বানও জানান উপদেষ্টা।

সারাবাংলা/জেজে/টিআর

ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা রেতো রিংগলি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সুইস রাষ্ট্রদূত

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর