Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনঃবহালের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১২

মুন্সিগঞ্জ: কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনঃবহালের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে মানববন্ধন করেন তারা। এতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিনাদোষে ষড়যন্ত্র মূলকভাবে চাকরি হারানো এবং মামলায় ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

পরে তারা মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।

এ সময় মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে তাদের চাকরিচ্যুত করা হয় এবং মামলায় ফাঁসানো হয়। তারা তাদের চাকরি পুনঃবহালের পাশাপাশি কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান।

সারাবাংলা/ইআ

মানববন্ধন মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর