কানপুর টেস্টে থাকছেন না সাকিব?
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৭
চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও ধারাভাষ্যে থাকা তামিম ইকবাল ও পরবর্তীতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় আভাস পাওয়া গিয়েছিল সাকিবের ইনজুরির। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, দরকার হলে সাকিবকে ছাড়াই কানপুর টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
চেন্নাইতে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে হান্নান জানিয়েছেন, বোলিংয়ের সময় সাকিব আঙ্গুলে চোট পেয়েছিলেন, ‘বোলিং শুরুর সময়ে সে ব্যথা অনুভব করছিল। সেই আঙ্গুলে আবার বল লেগেছে। তাই কিছুটা ব্যথা তো রয়েছেই। যেহেতু দ্বিতীয় ম্যাচের আগে সময় আছে। সাকিব কিন্তু সৎ ক্রিকেটার। সে যদি খেলতে না পারে, বোলিং করতে না পারে তাহলে সে ব্যাটার হিসেবে খেলবে কিনা সেটা আমরা চিন্তা করব। যদি দুটিই করতে পারে তাহলে সেটা ভিন্ন হবে।’
কানপুর টেস্টে নাও থাকতে পারেন সাকিব, আভাস দিলেন হান্নান, ‘দল সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় তাহলে সে খেলবে। যদি এটা মনে না হয় তাহলে খেলবে না। সে কিন্তু তিন সংস্করণেই খেলছে। সবকিছুই আমাদের বিবেচনাতে আছে। এখনো যেহেতু চারদিন আছে, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। তার ব্যাটিং-বোলিং দেখেই তার থেকে মতামত নেব, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’
সাকিব একাদশে থাকলে দলেরই সুবিধা, এমনটাই মানছেন হান্নান, ‘সাকিব আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সে একাদশে থাকলে দল সাজানো সহজ হয়। তার ব্যাটিংটা আমার ভালো লেগেছে। অন্যদের তুলনায় তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলেছে, চাপও সামলেছে। এটা ঠিক যে রানটা বড় হয়নি। কিন্তু ব্যালেন্স দলের জন্য সাকিব গুরুত্বপূর্ণ অংশ।’
হান্নান বলছেন, কানপুরে সাকিব থাকবেন কিনা, সেটা নির্ভর করবে দলের কম্বিনেশনের উপরেই, ‘আমরা কোন কম্বিনেশনে যাবো, সেটা নির্ভর করবে উইকেটের উপরে। কৌশল পরিবর্তনের প্রয়োজন হলে সেটা আমরা করতেই পারি। সাকিব যেহেতু অলরাউন্ডার, তাকে আমরা সেভাবেই চিন্তা করি। সে যদি ব্যাটিং ভালো করে ব্যাটার হিসেবে খেলবে, বোলিং ভালো করলে বোলার। অবশ্যই সে অলরাউন্ডার হিসেবে সবসময় বেশি অগ্রাধিকার পায়।’
আগামী ২৭ সেপ্টেম্বর শুরু বাংলাদেশ-ভারত ২য় টেস্ট। প্রথম টেস্ট ২৮০ রানে জিতে সিরিজে এগিয়ে আছে ভারত।
সারাবাংলা/এফএম