Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা নাহিদার

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫০

বাংলাদেশের মাটিতেই হওয়ার কথা ছিল এবারের নারী টি-২০ বিশ্বকাপ। তবে শেষ মুহূর্তে বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরাতে নেওয়ার হয়েছে বিশ্বকাপের ভেন্যু। এতে খানিকটা হতাশ হলেও বাংলাদেশ স্পিনার নাহিদা আকতার বলছেন, ভেন্যু পরিবর্তন নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপে ভালো করার প্রত্যয়ের কথাও জানিয়েছেন তিনি।

আবুধাবিতে খেলার পূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের কাজে দেবে বলেই বিশ্বাস নাহিদার, ‘আসলে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ব্যাপারটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা আশা করেছিলাম বিশ্বকাপ আমাদের দেশেই হবে। এটা সব ক্রিকেটারই চায়। তবে এর আগে আমরা আবুধাবিতে খেলেছি। সেখানকার উইকেটের ব্যাপারেও ভালো ধারণা আছে। আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করব মাঠে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ, জানালেন নাহিদা, ‘আমরা জয়ের প্রত্যাশাই করছি। সব ম্যাচেই ভালো খেলার চেষ্টা করব। ম্যাচ জেতার জন্যই মাঠে নামব। জেতার জন্যই বিশ্বকাপে যাচ্ছি।’

সবশেষ শ্রীলংকার মাটিতে বাংলাদেশ ‘এ’ দল ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে। এই সিরিজ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপেও কাজে দেবে বলে বিশ্বাস নাহিদার, ‘শ্রীলংকার বিপক্ষে সিরিজে আমাদের ব্যাটার-বোলাররা ভালো করেছে। এশিয়া কাপের পর এই সিরিজটা আমাদের বিশ্বকাপে কাজে দেবে। দল আমার থেকে যা আশা করে সেটাই দেওয়ার চেষ্টা করব।’

নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ বিতে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

নারী টি-২০ বিশ্বকাপ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর