বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিএসএফ জওয়ান আটক
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০১
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনায় একজন বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানান, ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবি’র চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে বিএসএফ সদস্য উৎপল কুমার দাসকে আটক করা হয়। ওই বিএসএফ সদস্য সীমান্তের মেইন ৩৩৪ নম্বর পিলার/ সাব পিলার ৬ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েছিল। এসময় চাঁন্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। এসময় বিএসএফ সদস্য বাহিনীর পোশাকে থাকলেও নিরস্ত্র ছিলো।
পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার চালাচ্ছেন তারা।
সারাবাংলা/ইউজে/এমও