মাজার রক্ষায় ব্যবস্থা নিতে নির্দেশ
স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৩
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৩
ঢাকা: দেশের সব মাজার রক্ষায় ব্যবস্থা গ্রহণের করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব জনপ্রসাশন সচিব সংস্কৃতিক সচিব ওয়াকফ প্রসাশকসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে৷
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক সাজওয়ার পার্থ।
গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজভান্ডারির অনুসারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী।
রিটকারী আইনজীবী জানান, গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৬৯টি মাজার ভাঙার ঘটনা ঘটেছে।
সারাবাংলা/কেআইএফ/ইআ