Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিককে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরীর প্রেমিককে আটকে রেখে তাকে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগর পুলিশের খুলশী থানার বিপরীত পাশে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল কালাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৬ বছর বয়সী ওই কিশোরী ও এক কিশোর কুমিল্লা থেকে পালিয়ে ট্রেনে করে চট্টগ্রামে আসেন। তাদের বাড়ি কুমিল্লায়। সোমবার রাত ১০টার দিকে তারা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী স্টেশনে নামেন। সেখানে তাদের কাছে থাকা একমাত্র মোবাইলটি চুরি হয়ে যায়। সেখান থেকে সিএনজি অটোরিকশায় করে তারা নগরীর খুলশী এলাকায় আসেন। এক সিএনজি অটোরিকশা চালক তাদের দক্ষিণ খুলশী এলাকায় এনে নামিয়ে দেন।

তারা সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে আবুল কালাম ও তার সঙ্গে থাকা আরও তিন যুবক মিলে তাদের নিরাপদ আশ্রয় দেয়ার কথা বলে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে কিশোরকে একটি কক্ষে আটকে রেখে চারজন পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করেন। রাত ১২টার দিকে স্থানীয়রা খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বিয়ে করার উদ্দেশে কিশোরী ও কিশোর চট্টগ্রামে এসেছেন বলে জানিয়েছেন। এখানে এসে কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। আমরা একজনকে শনাক্ত করে গ্রেফতার করেছি। আরও তিনজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ওই কিশোরের আত্মীয়স্বজন ইতিমধ্যে চট্টগ্রাম এসে পৌঁছেছেন। মামলা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

এদিকে, ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করা তানভীর নামে এক যুবক সারাবাংলাকে বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু নতুন ব্রিজ এলাকায় ছিলাম। এলাকার এক ছোট ভাই আমাকে কল দিয়ে বিষয়টি জানায়। আমরা সঙ্গে সঙ্গেই ওই ভবনে গিয়ে আক্রান্ত কিশোরীকে উদ্ধার করি। এসময় হাতেনাতে আবুল কালামকে ধরে ফেলি। অন্যরা পালিয়ে যায়।’

‘এরপর আরেক ঘরে আটকে রাখা ওই কিশোরীর প্রেমিককে উদ্ধার করি। যারা এ ঘটনায় জড়িত তারা সবাই খুলশী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের নামে চুরি ও ছিনতাইয়ের মামলা আছে।’

সারাবাংলা/আইসি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর