Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেফটেন্যান্ট নির্জনের মৃত্যু অপূরণীয় ক্ষতি, প্রধান উপদেষ্টার শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২

ঢাকা: কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুর্বৃত্তদের হামলায় তার এ অকাল মৃত্যুকে শুধু সেনাবাহিনীর নয় বরং দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার রাতে এক শোক বার্তায় তিনি বলেন, ‘আমি তার বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি এবং তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একইসাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আমার সব সহকর্মীর প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’

বিজ্ঞাপন

ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

প্রধান উপদেষ্টা শোক বার্তায় আরো বলেন, ‘বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জান-মাল রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন। দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এ আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বলেন, “নির্জনের মৃত্যুর ঘটনাটি এমন একসময়ে ঘটেছে যখন বাংলাদেশ সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় জনমানুষের নিরাপত্তা বিধানে দেশব্যাপী দিনরাত কাজ করে যাচ্ছে। প্রিয় মাতৃভূমির প্রয়োজনে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের এই মহান আত্মত্যাগ একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংকল্পবদ্ধ হয়ে আত্মনিয়োগের ক্ষেত্রে প্রেরণার উৎস হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কক্সবাজার প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর