Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে বিশ্বকাপ চান নেইমার

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৪

গত কয়েক বছর ধরেই ক্লাব ফুটবলের অন্যতম আলোচনার বিষয় সৌদি প্রো লিগ। গত মৌসুমে সেই লিগে যোগ দিয়েছেন ব্রাজিল তারকা নেইমারও। এই সৌদি আরবই ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য জোরেশোরে লড়াই চালিয়ে যাচ্ছে। নেইমার বলছেন, তিনি মনে প্রাণে চান সৌদিতেই হোক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ।

ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমারদের মতো বড় তারকাদের দলে ভিড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিল সৌদি লিগের ক্লাবগুলো। মোটা অংকের ট্রান্সফার ফিতে সামনে আরও বড় তারকাদের নিয়ে আসার আভাসও দেওয়া হয়েছে। এসবের মাঝেই সৌদি আরব চাইছে, ফুটবল বিশ্বকাপ আয়োজন করে দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যেতে। এই কারণেই ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিড করেছে দেশটি। গুঞ্জন উঠেছে, এই বছরের শেষেই আয়োজক হিসেবে সৌদির নাম ঘোষণা করবে ফিফা।

বিজ্ঞাপন

নেইমার বলছেন, তিনি চান ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করুক সৌদি, ‘সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ হলে সেটা দারুণ হবে। এমনটা হলে দারুণ একটা টুর্নামেন্ট দেখতে পাব আমরা।’

সৌদিতে বিশ্বকাপ আয়োজিত হলে সেখানকার সংস্কৃতির ব্যাপারে বিশ্ববাসী জানতে পারবে বলেই বিশ্বাস নেইমারের, ‘এখানে বিশ্বকাপ হলে পুরো পৃথিবীর মানুষ সৌদির সংস্কৃতি নিয়ে জানতে পারবে, দেশকে নিয়ে জানার সুযোগ পাবে। সব দেশের ফুটবলারদের জন্যই দারুণ একটা অভিজ্ঞতা হবে এটা। আমি মনে করি সৌদি এই সুযোগটা পাওয়ার যোগ্য দাবিদার।’

সারাবাংলা/এফএম

নেইমার ফুটবল বিশ্বকাপ সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর