Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা থেকে পালানো যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের হেফাজত থেকে পালানো এক যুবলীগ নেতাকে ১৬ দিন পর গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সাইফুল ইসলাম (৩৩) উপজেলার কলাউজান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বলিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘সাইফুল থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই পুলিশের একাধিক টিম তাকে ধরতে কাজ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাহারছড়া এলাকা থেকে তার এক বন্ধুর বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ১৬ দিন ধরে সে চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভাগের বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিল বলে আমাদের জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাইফুলের বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

গত ৯ সেপ্টেম্বর স্থানীয়রা যুবলীগ নেতা সাইফুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়। পরে থানা থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপ পরিদর্শক (এসআই) নাছিমা আক্তার, আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়েছিল।

সারাবাংলা/আইসি/এমও

যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর