মৌসুমের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দারুণ ফর্মে আছেন তিনি। কিলিয়ান এমবাপে গোল পেয়েছেন প্রায় প্রতি ম্যাচেই। তবে এবার নতুন ক্লাবের হয়ে প্রথমবার ইনজুরিতে পড়লেন এমবাপে। আলাভেসের বিপক্ষে ম্যাচে পাওয়া ঊরুর ইনজুরির কারণে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আলাভেসের বিপক্ষে লা লিগার গত রাতের ম্যাচে গোল পেয়েছিলেন এমবাপে। ম্যাচের ৮০ মিনিটে বাঁ পায়ের ঊরুতে অস্বস্তি বোধ করলে তাকে উঠিয়ে নেন আনচেলত্তি। তখনই ধারণা করা হয়েছিল, ইনজুরিতে পড়েছেন এমবাপে।
আজ রিয়াল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এমবাপের ইনজুরি, ‘রিয়ালের মেডিকেল টিম সব পরীক্ষা করার পর নিশ্চিত হয়েছে যে, এমবাপের বাঁ পায়ের ঊরুর ফেমোরিসে আঘাত লেগেছে। তাকে বেশ কিছু সময় পর্যবেক্ষণে রাখা হবে।’
স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে হবে এমবাপেকে। এই সময়ে এমবাপে মিস করবেন তিনটি ম্যাচ। আসন্ন ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার পরের ম্যাচও মিস করবেন এমবাপে। খেলতে পারবেন না চ্যাম্পিয়নস লিগের লিলের বিপক্ষে ম্যাচেও।