Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরের ঘোষণা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১২

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান। সবাইকে খানিকটা অবাক করেই সাকিব জানিয়েছেন, টেস্ট ও টি-২০ থেকে অবসর নিচ্ছেন তিনি। টি-২০ ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। আগামী মাসে দেশের মাটিতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন সাকিব।

কানপুর টেস্টকে সামনে রেখে আজ সংবাদ সম্মলনে এসেই সাকিব যেন বোমা ফাটালেন। সবাইকে চমকে দিয়ে সাকিব জানালেন, টেস্ট ও টি-২০ কে বিদায় বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি, ‘আমার মনে হয় আমি টি-২০তে নিজের শেষ ম্যাচ বিশ্বকাপেই খেলে ফেলেছি। এই সিরিজটা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজটা আমার টেস্ট ক্যারিয়ারে শেষ সিরিজ হবে। আর আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বলতে পারি। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সাথে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে নিজের পরিকল্পনা জানিয়েছি।’

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে নিজের শেষটা দেশের মাঠেই করতে চান সাকিব, ‘ফারুক ভাই ও নির্বাচকদের সাথে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার শেষ। বোর্ডের সাথে সেই কথাটা হয়েছে। তারা চেষ্টা করছে কীভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’

দেশে ফেরা নিয়ে নিরাপত্তা ঝুঁকি আছে বলেও মানছেন সাকিব, ‘আমি যেন দেশে গিয়ে খেলতে পারি, নিরাপদ অনুভব করতে পারি সেটা একটা ব্যাপার। দেশের বাইরে যখন আসব, সেটাতেও যেন সমস্যা না হয়। বোর্ড এই ব্যাপারগুলো খেয়াল করছে। যারা জড়িত আছে তারাও দেখছেন। তারা হয়তো আমাদের একটা সিদ্ধান্ত দেবে। যার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অবসর সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর