Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম চালানে ভারতে গেল ১৮ মেট্রিক টন ইলিশ

লোকাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৫

বেনাপোল: ভারতের অনুরোধের প্রেক্ষিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয়টি ট্রাকে করে ১৮ মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ছয়টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ইলিশের এ চালান ভারতে রফতানি হয়। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর ইলিশের ট্রাক গুলো বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রাপোল বন্ধরে পৌঁছে গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার। ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ৪৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়।

ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- আর জে এন্টারপ্রাইজ ও আর এস এন্টারপ্রাইজ, কলকাতা।
বাংলাদেশের রফতানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- স্বর্ণালী এন্টার প্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৪৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। রফতানি করা ইলিশের গুণগত মান পরীক্ষা করে ১৮ মেট্রিক টন ইলিশের ছাড় পত্র প্রদানের পর ইলিশের চালান গুলো আজ ভারতে রফতানি হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজিব জানান, বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে ১৮ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। ইলিশের চালানগুলো বন্দরে প্রবেশের পর দ্রুত রফতানির জন্য বন্দরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর