রান-উইকেটে টেস্টে দেশের যত নম্বরে সাকিব
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪১
সবাইকে খানিকটা চমকে দিয়েই টেস্ট ও টি-২০কে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, অক্টোবরে ঘরের মাঠে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই বিদায় বলবেন তিনি। চলুন দেখে নেওয়া যাক এখন পর্যন্ত সাকিবের টেস্ট ক্যারিয়ারের আদ্যোপান্ত।
২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল সাকিবের। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাকিব ব্যাট হাতে করেছিলেন ২৭ রান। বল হাতে দুই ইনিংসেই কোন উইকেটের দেখা পাননি সাকিব। এরপর পেরিয়ে গেছে ১৭ বছর। সাদা পোশাকে সাকিব হয়ে উঠেছেন বাংলাদেশের ইতিহাসের সেরা পারফর্মার, বিশ্বের সেরা অলরাউন্ডারও।
এখন পর্যন্ত ৭০টি টেস্ট খেলেছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ৪৬০০ রান। রানের দিক দিয়ে এটি টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান। সাকিবের সামনে আছেন শুধু মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। টেস্টে সাকিবের ব্যাটিং গড় ৩৮.৩৩। টেস্টে সাকিবের সেঞ্চুরি আছে ৫টি। এই ফরম্যাটে এখন পর্যন্ত তার সর্বোচ্চ রান ২১৭, করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
বল হাতে টেস্টে সাকিবের উইকেটসংখ্যা ২৪২টি। টেস্টে এখন পর্যন্ত সাকিবই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। তার চেয়ে বেশ পেছনে আছেন দ্বিতীয় সেরা তাইজুল ইসলাম। সাকিবের সেরা বোলিং ফিগার ৩৬ রানে ৭ উইকেট, সেটাও নিউজিল্যান্ডের বিপক্ষে। টেস্টে সাকিব ৫ উইকেট নিয়েছেন ১৯ বার। বোলিং গড় ৩১.৮৫।
শেষ পর্যন্ত টেস্টে সাকিবের ক্যারিয়ারের পরিসংখ্যান কি দাঁড়ায়, সেটা পরিষ্কার হবে আগামী মাসেই।
সারাবাংলা/এফএম