Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩১

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হার এড়াতে কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছেন সাকিব-মুশফিকরা। দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

কানপুরে বৃষ্টিভেজা দিন ও ভেজা আউটফিল্ডের কারণে টস হতে দেরি হয়েছে এক ঘণ্টা। মাঠ পরিদর্শনের পর টসের সিদ্ধান্ত নিয়েছিলেন দুই আম্পায়ার। খেলাও শুরু হচ্ছে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর।

বিজ্ঞাপন

প্রথম টেস্টের একাদশের থেকে এবার দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তাদের পরিবর্তনে একাদশে ঢুকেছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশ তাই এই টেস্টে খেলবে ৩ স্পিনার ও দুই পেসার নিয়েই।

ভারতীয় একাদশে আসেনি কোন পরিবর্তন। তারা খেলবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ-  সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, লিটন দাস, খালেন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম।

ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াসাভি জসওয়াল, শুভমান গিল, কে এল রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ট, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর