Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া থেকে খালে ভাসমান অবস্থায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাঁনখালী খালের ইন্দ্রপুল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সারাবাংলাকে জানান, মরহেদটি খালের জোয়ারে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভেসে যাচ্ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে ইন্দ্রপুল ব্রিজের নীচে রশি দিয়ে লাশটি আটকে রেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

জানতে চাইলে পটিয়া থানার উপ পরিদর্শক (এস আই) মো. সোহেল সারাবাংলাকে বলেন, খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছি। লাশের পরনে একটি জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি আছে। মুখমন্ডল পঁচে গেছে। তিন থেকে চারদিন আগে তার মৃত্যু হয়েছে এবং বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে আমরা ধারণা করছি। আমরা এখন লাশের সুরতহাল করছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সারাবাংলা/আইসি/ইআ

অর্ধগলিত লাশ চট্টগ্রাম

বিজ্ঞাপন

প্রেম: জীবনে ও সাহিত্যে
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৩৩

আরো

সম্পর্কিত খবর