Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দিনেও সন্ধান মেলেনি কলেজ ছাত্র সাকিবের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৬

ঢাকা: বিভিন্ন স্থানে খোঁজাখুজি ও প্রশাসনের কাছে নানা আবেদনের পরও গত ১০ দিনে নিখোঁজ কলেজ ছাত্র মো. নাসির উদ্দীন সাকিবের সন্ধান মেলেনি। তার সন্ধানের বিষয়ে প্রশাসন তেমন সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন নিখোঁজ সাকিবের বাবা গোলাম মোহাম্মদ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘আমার ছেলে সাকিব গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিউ ইস্কাটনের বাসা থেকে বের হয়ে যায়। এখনও সে ফিরে আসেনি। আমি ও আমার পরিবার থানা ও হাসপাতালে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। প্রশাসন থেকে কাঙ্খিত সহযোগিতা না পেয়ে, আপনাদের সহযোগিতার জন্য এখানে এসেছি।’

বিজ্ঞাপন

বন্ধুর ফোন পেয়ে সাকিব বাসা থেকে বের হয়েছিলো জানিয়ে গোলাম মোহাম্মদ বলেন, ‘সাকিব নিখোঁজ হওয়ার পূর্বে গত ১৭ সেপ্টেম্বর বাসায় একটি ল্যাপটপ নিয়ে আসে। পরের দিন তার বন্ধুকে ফোন দেয় ল্যাপটপ ফেরত নেওয়ার জন্য। রাত ১০টার দিকে তার বন্ধু তাকে ফোন করলে সে ল্যাপটপটি ফেরত দিতে ইস্কাটনের বাসা থেকে বের হয়। যাওয়ার সময় বলে যায় যে ল্যাপটপটি ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ আছে। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের বাড়ি ও আশেপাশে সবজায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এরপর ২০ সেপ্টেম্বর রমনা থানায় একটা সাধারণ ডাইরি (জিডি) করি যার নং-১২৪৫।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করি, কিন্তু থানা থেকে আশানুরূপ কোন সাড়া পাইনি, যাতে আমরা প্রচণ্ড হতাশ। তাই কলেজছাত্র সাকিবকে ফিরে পেরে গণমাধ্যমের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

কলেজ ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর