Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে মিটিং-মিছিলের জন্য লাগবে প্রশাসনের অনুমতি


৩০ সেপ্টেম্বর ২০২৪ ২১:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবধরনের সমাবেশ এবং মিটিং-মিছিল করতে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সবধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যেকোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ নিয়ম আগেও ছিল। বর্তমান পরিস্থিতি যেহেতু খুব বেশি ভালো নয়, তাই ক্যাম্পাসে বিভিন্ন দুর্ঘটনা এড়ানোসহ সার্বিক নিরাপত্তার জন্য এ নিয়ম আবার চালু করা হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর