Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি: সোমবারের সব চেক ক্লিয়ারিং সেটেলমেন্ট বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ১৭:৪৫

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে গতকাল সোমবারের (৩০ সেপ্টেম্বর) চেক নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

হোসনে আরা বলেন, সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়েছে। সোমবার যে চেকগু‌লো এসেছে, তার ক্লিয়ারিং করা সম্ভব হয়‌নি। সার্ভারের সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

জানা গেছে, সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যা দেখা দেয়। রাত ৯টায় সার্ভারে ত্রুটি ধরা পড়ে। রাতেই সমস্যাটি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু রাত ২টা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।

সারাবাংলা/জিএস/টিআর

চেক ক্লিয়ারেন্স চেক সেটেলমেন্ট বাতিল বাংলাদেশ ব্যাংক সার্ভারে ত্রুটি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর