Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল সিটির সাবেক ৯ কাউন্সিলর কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ১৮:৫৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৩

বরিশাল: বিএনপির অফিসে আগুন দেওয়াসহ তিন মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সদ্য সাবেক ৯ কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এসব মামলায় আরও ১১ জনকে কারাগারে পাঠানো হয়। তবে অসুস্থতার কারণে সাবেক কাউন্সিলর সামজিদুর কবির বাবুকে আদালত জামিন দিয়েছেন। একই মামলায় কারাগারে রয়েছেন প্রধান আসামি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ ১৬ জন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ নির্দেশ দেন। এর আগে আসামিরা উচ্চ আদালতের চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

কারাগারে পাঠানো বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলররা হলেন— সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলাসহ তিনটি মামলায় মোট ২১ জন আসামি আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে সাবেক কাউন্সিলর সামজিদুল কবির বাবু বাদে বাকি সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ায় আসামিদের রিমান্ড চায়নি পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম জানান, উচ্চ আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হবে।

গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির উল্লেখযোগ্য আসামিদের মধ্যে সদ্য সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর পলাতক।

সারাবাংলা/টিআর
বিজ্ঞাপন

জেল হত্যা দিবস আজ
৩ নভেম্বর ২০২৫ ১২:০৩

আজ ঢাকার বাতাসে মাঝারি দূষণ
৩ নভেম্বর ২০২৫ ১১:২৮

নিয়োগ দিচ্ছে সুলতান’স ডাইন
৩ নভেম্বর ২০২৫ ১১:২৩

আরো