চট্টগ্রাম কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ
১ অক্টোবর ২০২৪ ২১:১২
চট্টগ্রাম ব্যুরো: ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সমাবেশ ও মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে সরকারি চট্টগ্রাম কলেজ। একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় একাডেমিক কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম কলেজ মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান। আজ একাডেমিক কাউন্সিলের সভায় সবাই চট্টগ্রাম কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছেন।’
অধ্যক্ষ আরও বলেন, ‘অভিভাবকদের অনেক দিনের অভিযোগ, রাজনীতির কারণে তারা তাদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারেন না। আবার কলেজে শিক্ষার্থী না এলে সেটি আমাদের জন্যও লজ্জাজনক। তাই ক্যাম্পাসে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছি। তবে বিভিন্ন ক্লাব ও পাঠাগারের সভা করতে কোনো সমস্যা নেই।’
সারাবাংলা/আইসি/টিআর