Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ জামাতে জঙ্গি হামলার শঙ্কা, চট্টগ্রামে নিরাপত্তা জোরদার


৬ জুন ২০১৮ ২২:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনের বছরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে জঙ্গি হামলার শঙ্কা তৈরি হয়েছে। যে কারণে নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস-এম-মনিরুজ্জামান জানিয়েছেন, ইতোমধ্যে চট্টগ্রামের ১১ জেলার পুলিশ সুপারকে সার্বিক পরিস্থিতি জানিয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি সারাবাংলাকে জানান, জঙ্গিদের নির্মূল করতে না পারলেও কাঙ্ক্ষিত মাত্রায় দমন করতে সক্ষম হয়েছি আমরা। তবে ঈদকে সামনে রেখে এমন শঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি না, আমরা তৎপর। নজরদারি রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আমাদের সহায়তা করছে।

“বিভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে। নির্বাচনকে সামনে রেখে জঙ্গিদের তারা মাঠে নামাতে পারে। বিগত দিনগুলোতে যারা জঙ্গিদের কাজে লাগিয়েছে- উস্কানি দিয়েছে, তারাই আগামী দিনগুলোতে জঙ্গিদে প্রণোদনা দিতে পারে। আমরা বিষয়টি উড়িয়ে দিচ্ছি না।”

মনিরুজ্জামান ২০১৬ সালের হামলার প্রসঙ্গ টেনে বলেন, ওই বছরের ৭ জুলাই শোলাকিয়ায় ঈদ জামাতের আধা কিলোমিটারের মধ্যে ঈদ জামাতে দায়িত্বরত একদল পুলিশের ওপর জঙ্গিরা হামলা চালায়। তারা শুধু বোমা হামলাই করেনি, দুই পুলিশকে কুপিয়ে হত্যা করে। এরপর প্রায় চার ঘণ্টা পুলিশ, র‌্যাব ও বিজিবির সঙ্গে জঙ্গিদের থেমে থেমে বন্দুক যুদ্ধ হয়। এতে এক জঙ্গি নিহত হন।

তার কার্যালয়ে মঙ্গলবার (৫ জুন) সারাবাংলার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর