এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেফতার
২ অক্টোবর ২০২৪ ০০:১৪
ঢাকা: রাজধানীর গুলশান এলাকা থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও শিল্প গ্রুপ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক মঙ্গলবার (১ অক্টোবর) রাতে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম মল্লিক বলেন, বেশ কয়েকটি মামলার আসামি নজরুল ইসলাম মজুমদার। তাকে গ্রেফতার করা হয়েছে গুলশান থেকে। তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে গত ২৫ আগস্ট নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এই দম্পতি এবং তাদের সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে বলা হয়।
নজরুল ইসলাম মজুমদার ১৯৯৯ সালে শাহজাহান কবিরের সঙ্গে প্রতিষ্ঠা করেন এক্সিম ব্যাংক। ২০০৭ সাল থেকে তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। ব্যাংকের বোর্ড সদস্য ছিলেন তার স্ত্রী নাসরিন ইসলাম। গত ৩০ আগস্ট সেই পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে নজরুল ইসলাম বা তার স্ত্রীর স্থান হয়নি।
২০০৭ সালে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর ২০০৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন নজরুল ইসলাম মজুমদার। দীর্ঘ ১৭ বছর তিনি ওই পদে ছিলেন। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ হারানোর পর বিএবি চেয়ারম্যানের পদও হারান তিনি। গত ৯ সেপ্টেম্বর বিএবির নতুন কমিটি গঠিত হয়।
সারাবাংলা/ইউজে/টিআর