Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি একরাম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ০০:৩১

চট্টগ্রাম ব্যুরো: সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব জানিয়েছে, সাড়ে ১১ বছর আগে এক পরিবহন শ্রমিককে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৭।

র‍্যাব জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। সেসময় নোয়াখালীর সোনাপুর-মাইজদী সড়কের দত্তের হাট এলাকায় হরতালের সমর্থনে বের করা মিছিলে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে মো. খোকন (১৭) নামে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর নিহত খোকনের বাবা মজিবুল হক নোয়াখালী জেলার সুধারাম থানায় একরামুল করিমসহ ৫৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম সারাবাংলাকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে খুলশী থানার আবদুল মালেক লেন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একরামুলের কাছ থেকে ১০ লাখ টাকা, ১৬ হাজার ২০০ ডলার, দুই হাজার ১২৪ সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়।

তার বিরুদ্ধে নোয়াখালীর কবিরহাট থানায় অস্ত্র আইনে একটি, সুধারাম থানায় একটি হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলা, সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা আছে।

তিনি আরও জানান, গ্রেফতার একরামুলকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সুধারাম মডেল থানা পুলিশের কাছে পাঠানো হবে।

বিজ্ঞাপন

একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

একরামুল বিগত সরকারের সময় সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দ্বন্দে থাকার কারণে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরকে তিনি রাজাকার পরিবারের সন্তান বলেছিলেন।

সারাবাংলা/আইসি/টিআর

একরামুল করিম চৌধুরী এমপি একরাম গ্রেফতার নোয়াখালী জেলা আ.লীগ র‍্যাব সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর