Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর ২০২৪ ০৮:৪৮

ইরানের প্রতি এবার হুঁশিয়ারি দিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরান বড় ভুল করেছে, তাদের এর মূল্য দিতে হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (১ অক্টোবর) রাতে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, শত্রুদের বিরুদ্ধে তার দেশের প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্প ইরান বোঝে না। তবে তারা বুঝবে। আমরা আমাদের নিয়মে থাকব। যারা আমাদের হামলা করবে, আমরা তাদের হামলা করব।

বিজ্ঞাপন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থন জানিয়েছেন। এর আগে, মঙ্গলবার রাতের হামলা নিয়ে তিনিও ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন।

পেজেশকিয়ান বলেন, ইরানের শান্তি ও নাগরিকদের নিরাপত্তার উদ্দেশ্যে ইসরাইলকে ‘অবধারিত’ জবাব দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে পেজেশকিয়ান বলেন, ইসরাইলের অবশ্যই জানা উচিত, ইরান যুদ্ধবাজ নয়, তবে যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে।

ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলছেন, আজ রাতের হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র। ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না।

লেবাননে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। মঙ্গলবার তেল আবিবের উদ্দেশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

আরও পড়ুন: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইরান বলছে নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ

সারাবাংলা/ইআ

ইরান বেনিয়ামিন নেতানিয়াহু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর