Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ং বয়েজকে ৫ গোলে বিধ্বস্ত করল বার্সা

স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২৪ ০৮:৫২

লা লিগায় দারুণ ফর্মে থাকলেও চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুটা হার দিয়েই হয়েছিল বার্সেলোনার। মোনাকোর কাছে হারের পর ২য় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সা। ঘরের মাঠে লেভানডস্কির জোড়া গোলে ইয়ং বয়েজকে ৫-০ গোলে বিধ্বস্ত করে এবারের মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে কাতালানরা।

ঘরের মাঠে শুরু থেকেই দাপটের সাথে খেলেছে বার্সা। ৮ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন রবার্ট লেভানডস্কি। রাফিনহার বাড়ানো বলে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন তিনি। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। কর্নার থেকে আসা বলে শট নিয়েছিলেন পেদ্রি, সেই শট ফিরে এসে রাফিনহার পায়ে এলে সেখান থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

বিজ্ঞাপন

তিন মিনিট পরেই লিড আরও বাড়ায় বার্সা। পেদ্রির ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান ইনিগো মার্টিনেজ। ৩-০ গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় বার্সা।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় কাতালানরা। ৫১ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানডস্কি। মার্টিনেজের ক্রসে দারুণ এক হেডে গোল করেন লেভানডস্কি। ৮১ ম্যাচে ম্যাচের ৫ম গোল পায় বার্সা। আলি কামারার আত্মঘাতী গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৯১ মিনিটে একটি গোল শোধ করেছিল ইয়ং বয়েজ। তবে মন্টেরিওর করা গোল ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের অভিযোগে বাতিল করেন রেফারি।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশায় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

রাতের অন্য ম্যাচে স্লোভান ব্রাতিসলাভাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে গোল পেয়েছেন ইলকায় গুন্দোয়ান, ফিল ফোডেন, আরলিং হালান্ড ও জেমস ম্যাকাটি।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর