Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অতিরিক্ত চাপে’ অধিনায়কত্ব ছাড়লেন বাবর

স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২৪ ১০:২৩

গত বছরেই তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। এই বছরেই আবার টি-২০ ও ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব ফিরে পান পাকিস্তান ব্যাটার বাবর আজম। তবে সেটা বেশিদিন ধরে রাখতে পারলেন না তিনি। এক বিবৃতিতে বাবর ঘোষণা দিয়েছেন, অতিরিক্ত চাপের কারণেই দুই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার জেরে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ান বাবর। তবে এই বছরের টি-২০ বিশ্বকাপের আগে আবার ওয়ানডে ও টি-২০ এর নেতৃত্ব দেওয়া হয় বাবরকে। তবে সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। টি-২০ বিশ্বকাপে দলের ভরাডুবি হয়েছে। অন্য ফরম্যাটেও ভালো করতে পারছে না দল। একই সাথে ব্যাট হাতেও বারবার ব্যর্থ হয়েছে বাবর। এরই মাঝে তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে।

বিজ্ঞাপন

দায়িত্ব থেকে সরানোর আগে বাবর নিজেই সরে দাঁড়ালেন অধিনায়কত্বের পদ থেকে, ‘আমি ঠিক করেছি পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবো। আমি এরই মাঝে পিসিবি ও টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি। এই দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য অনেক সম্মানের। তবে এখন সময় এসেছে সরে দাঁড়ানোর। আমি খেলোয়াড় হিসেবে দলে ভূমিকা রাখার চেষ্টা করব।’

বাবর জানিয়েছেন, অধিনায়কত্বের বাড়তি চাপ নিতে পারছেন না তিনি, ‘অধিনায়কত্ব চাপ বাড়ায়। আমি আমার ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে চাই। ব্যাটিংটা উপভোগ করতে চাই। নেতৃত্ব ছাড়ার মাধ্যমে আমি আমি ব্যাটিংয়ের আনন্দটা পুরোপুরি নিতে চাই।’

সারাবাংলা/এফএম

বাবর আজম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর