গাড়ি পোড়ানো মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল ও রিজভী
২ অক্টোবর ২০২৪ ১৩:৩৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৯
ঢাকা: এক যুগ আগে রাজধানীর পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট জনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ রায় দেন।
এদিন মামলাটির শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন আদালত।
আসামিদের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন উচ্চ ত বলেন, ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিল ৯ জন। এরমধ্যে একজন মারা যাওয়ায় মির্জা ফখরুল, রুহুল কবির রিজভীসহ বাকি আটজনকে খালাস দেওয়া হয়।
খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন- জামায়াত নেতা মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।
সারাবাংলা/কেআইএফ/ইআ