এবার প্রিমিয়ার লিগ জিতবে আর্সেনাল: সাকা
২ অক্টোবর ২০২৪ ১৮:১৭
শেষবার ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকেই প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছিল আর্সেনাল। এরপর পেরিয়ে গেছে ২০ বছর। এর মাঝে বেশ কয়েকবার শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি গানার্সদের। আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকা বলছেন, সব বাধা পেরিয়ে এই মৌসুমেই শিরোপা ঘরে তুলবে আর্সেনাল।
গত দুই মৌসুমে অল্পের জন্য সিটির কাছে শিরোপা হাতছাড়া হয়েছে আর্সেনালের। পুরো মৌসুম এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে গিয়ে পা হড়কে দ্বিতীয় হয়েছে গানার্সরা। ২০০৩-০৪ মৌসুমের পর তাই আর কখনোই প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পায়নি আর্সেনাল।
এই মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সাকার বিশ্বাস, শেষ পর্যন্ত এবার শিরোপা ঘরে তুলবে আর্সেনাল, ‘আমি নিজেদের উপর চাপ বাড়াতে চাই না। কিন্তু মনে হচ্ছে এবার আমরা শিরোপা জিতব। আমরা গত দুই মৌসুমে খুব কাছে গিয়েও হতাশ হয়েছি। এবার আশা করি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।’
আর্সেনালকে শিরোপা জেতাতে বধ্য পরিকর সাকা, ‘এবার আমাদের নিজেদের উপরে আত্মবিশ্বাস অনেক বেশি। আমরা বিশ্বাস করি এবার শিরোপা জিততে পারব। আমি দলের সবাইকে বলেছি ঘরের মাঠে যেভাবে পিএসজিকে হারালাম চ্যাম্পিয়নস লিগে, প্রিমিয়ার লিগেও প্রতিপক্ষকে এবারে হারাতে হবে।’
সারাবাংলা/এফএম