Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্যের নতুন সচিব মাহমুদুল হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১৯:৫৬ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ০০:৫৮

ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাসুদুল হাসান।

বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের দায়িত্বে থাকা মাহমুদুল হাসানকে সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দেওয়া হলো।

এর আগে, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই দিনই দুই বছরের চুক্তিতে খাদ্য সচিব নিয়োগ পান অবসরে যাওয়া বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তা ইলাহী দাদ খান।

বিজ্ঞাপন

তবে তার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার খবর জানার একদিন পর মঙ্গলবার (১ অক্টোবর) তার এ নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/পিটিএম