Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝোপের মধ্যে পড়েছিল থানা থেকে লুট হওয়া পিস্তল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ০১:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ঝোপের মধ্যে পড়ে থাকা অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি নগর পুলিশের হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হালিশহর থানার উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদ এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর ও পশ্চিম) আলী হোসেন সারাবাংলাকে জানান, হালিশহর এলাকার একটি খালি জায়গার ঝোপের মধ্যে একটি পিস্তল পড়ে আছে- এমন খবর পেয়ে ডিবির সদস্যরা সেটা গিয়ে উদ্ধার করেন। পিস্তলে কোনো গুলি ছিল না। পিস্তলটি গত ৫ আগস্ট হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল। এটা নিয়ে একটি মামলা হয়েছিল। আইনি কার্যক্রম শেষে পিস্তলটি হালিশহর থানাকে বুঝিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় তারা থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

সারাবাংলা/আইসি/পিটিএম

পিস্তল

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর